মিষ্টিমুখে আফগানি ‘মালিদা’


মিষ্টি জাতীয় খাবার যারা পছলদ করেন তারা কতো কিছু দিয়ে না মিষ্টি খাবার তৈরি করে থাকেন। আর নতুন নতুন ডিস পেলেই তারা ঝাঁপিয়ে পরেন। দেশ বিদেশের কতো রকমের মিষ্টিই তো খেয়েছেন তো আপনার লিস্ট থেকে আফগানিস্তানের ট্র্যাডিশনাল মিষ্টি ‘মালিদা’ কেনো বাদ যাবে। ঘরে তৈরি রুটি দিয়েই তৈরি করা হয় এই রুটি। তাহলে বুঝতেই পারছেন কতো সহজে আর কম খরচেই তৈরি করে ফেলতে পারবেন এই রুটি। আসুন তাহলে জেনে নেই আফগানিস্তানের ট্র্যাডিশনাল মিষ্টি ‘মালিদা’ মালিদা তৈরির রেসেপি।

উপকরণ:

মাঝারি আকারের আটার রুটি ৮ টি,
গুঁড় (কুচি করে কাটা) ১/৪ কাপ,
এলাচ গুঁড়ো ১/২ চা চামচ,
বাদাম ১/২ কাপ,
খেজুর কুচি করে কাটা ১/৪ কাপ,
ঘি ২ টেবিল চামচ।

সুস্বাদু মিক্সড ফ্রুট কাস্টার্ড রেসিপি

সুস্বাদু মিক্সড ফ্রুট কাস্টার্ড রেসিপি

February 01, 2018  0
কাস্টার্ড এর নাম শুনলেই জিভে পানি চলে আসে । আর এমনি একটি সুস্বাদু কাস্টার্ড হল দারুণ ইয়ামি মিক্সড ফ্রুট কাস্টার্ড । অতিথি আপ্যায়নে বা ঘর...



প্রণালি:
প্রথমে রুটিগুলো ভালো করে হাতে ছিঁড়ে ছোটো ছোটো পিস করে নিন।

এরপর একটি গ্রাইন্ডার বা ফুড প্রসেসরে দিয়ে রুটি আরও ছোটো করে গুঁড়ো ধরণের করে নিন। এতে প্রায় ৩ কাপ পরিমাণ রুটি হবে।

এরপর বাদাম গ্রাইন্ডারে দিয়ে ভেঙে নিন। চাইলে হামান দিস্তায় পিসে গুঁড়ো করে নিতে পারেন। খুব বড় হবে না আবার মিহি করেও ভেঙে নিতে হবে না।

একটি বড় বাটিতে বাদামগুঁড়ো, খেজুর কুচি, এলাচ গুঁড়ো এবং গুঁড় খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিন এবং আলাদা করে রাখুন।

লেমন কেক উইথ লেমন সিরাপ

লেমন কেক উইথ লেমন সিরাপ

February 03, 2018  0
যদি লেমন ফ্লেভার আপনার পছন্দের হয়ে থাকে তাহলে, আপনার জন্য লেমন ফ্লেভার যুক্ত মজাদার একটি কেকের রেসিপি আজ আপনার জন্য জানাচ্ছি। ঠিকমতো বানা...




এবার একটি প্যানে অল্প আঁচে ঘি গলিয়ে নিন এবং অল্প গরম হলেই প্রসেস করে রাখা রুটি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। রুটিগুলো প্রায় ৫-৭ মিনিট ভাজুন। এতে করে রুটির গুঁড়ো একটু মুচমুচে হবে।

ভাজা হয়ে গেলে এবার বড় বাটিতে রাখা বাদাম গুঁড়ের মিশ্রণে রুটির মিশ্রণ দিয়ে দিন এবং হাত দিয়ে ভালো করে মেখে নিন। যখন মিশ্রণ একটু ভেজা ভেজা হয়ে যাবে গুঁড়ের কারণে এবং আঠালো নরম ডো এর মতো তৈরি হবে তখন ছোটো ছোটো ভাগে ভাগ করে লাড্ডুর মতো বল তৈরি করুন।

একটির পর একটি বল তৈরি করে রেখে দিন। কিছুক্ষণ পড়েই নরম ভাব কেটে দিয়ে একটু শক্ত লাড্ডুর মতো তৈরি হয়ে যাবে। উপরে কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.