ঘরেই তৈরি করুন দোকানের মত মেয়নিজ



ঘরেই তৈরি করুন দোকানের মত মেয়নিজ

বার্গার, স্যান্ডউইচ, শর্মা অথবা হটডগ যাই বলেন না কেন মেয়নিজ ছাড়া কোন খাবারই পায় না পূর্ণতা। শুধু কি তাই বাচ্চারা যেকোন খাবার মেয়নিজ দিয়ে খেতে পছন্দ করে। বাজারে নানা ব্র্যান্ডের মেয়নিজ কিনতে পাওয়া যায়। এই মেয়নিজ ঘরে তৈরি করা গেলে কেমন হয়?

আসুন জেনে নেই দোকানের মত মেয়নিজ তৈরির রেসিপি –

উপকরণ:
ডিম, ভিনেগার, তেল, লবণ, সরিষার পেস্ট, সাদা গোলমরিচের গুঁড়ো ও চিনির গুঁড়ো।

পরিমাণঃ
২টি ডিম
১ চা চামচ ভিনেগার
২০০ মিলিগ্রাম তেল
লবণ স্বাদমত
১/২ চা চামচ সরিষার পেস্ট
১-২ চিমটি সাদা গোলমরিচের গুঁড়ো
১ চা চামচ চিনির গুঁড়ো

সুস্বাদু মিক্সড ফ্রুট কাস্টার্ড রেসিপি

সুস্বাদু মিক্সড ফ্রুট কাস্টার্ড রেসিপি

February 01, 2018  0
কাস্টার্ড এর নাম শুনলেই জিভে পানি চলে আসে । আর এমনি একটি সুস্বাদু কাস্টার্ড হল দারুণ ইয়ামি মিক্সড ফ্রুট কাস্টার্ড । অতিথি আপ্যায়নে বা ঘর...
রুচি বদলাতে সকালের নাস্তায় ভিনদেশী খাবার

রুচি বদলাতে সকালের নাস্তায় ভিনদেশী খাবার

February 01, 2018  0
প্রতি দিন একই ধরনের খাবার কারো ভালো লাগে না। একই খাবার দিয়ে সকালের নাস্তা করতে করতে ক্লান্ত হয়ে গেলে রুচি বদলানো উচিত। আর রুচি বদলানোর জন্য ...
প্রণালিঃ
প্রথমে ডিম থেকে সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিন। এবার ডিমের কুসুমের সাথে ভিনেগার, সাদা গোলমরিচের গুঁড়ো, সরিষার পেস্ট দিয়ে ব্লেন্ড করা শুরু করুন। ব্লেন্ড করার সময় এতে আস্তে আস্তে তেল দিতে থাকুন। হ্যান্ড ব্লেন্ডার, বিটার অথবা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারেন। খুব ভাল করে ব্লেন্ড করুন। ব্লেন্ড করা হয়ে গেলে এতে চিনির গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। চিনির গুঁড়ো খুব সহজে মেয়নিজের সাথে মিশে যাবে। আপনি চাইলে শুধু চিনি মিশিয়ে নিতে পারেন। তখন খেয়াল রাখবেন চিনি যেন ভাল করে মেয়নিজের সাথে মিশে যায়। দানা দানা যেন না থাকে।
এবার এটি ২ ঘন্টা ফ্রিজে রেখে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার মেয়নিজ। এটি আপনি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
( আমাদের রান্নাঘর এর এই পোস্টটি ভালো লাগলে #LIKE এবং #SHARE করতে ভুলবেন না )

No comments

Powered by Blogger.