মজাদার মুগ পিঠা তৈরির সহজ রেসিপি


পিঠা খেতে সবাই খুব পছন্দ করে। অনেক পিঠাই তো খেয়েছেন কিন্তু মুগ পিঠা খেয়েছেন কি ? খেতে খুবই মজা ও তৈরি করা সহজ এই পিঠাটি। তাহলে আর দেরি না করে দেখেনিন রেসিপি ও তৈরি করে খান এখনি।

উপকরণ :

– মুগ ডাল বাটা ১ কাপ ( হালকা ভেজে সেদ্ধ করে বেটে নেয়া )
– আতপ চালের আটা ১ কাপ বা একটু বেশী
– ঘি ১ চা চামচ
– লবন সামান্য
– চিনি ১ কাপ
– পানি পরিমান মত
– তেল ভাজার জন্য

প্রণালী :

চালের আটা সামান্য লবন আর ১ চা চামচ ঘি দিয়ে সেদ্ধ করে নিয়ে মুগ ডালের সাথে ভালো করে মিশিয়ে কাই বানিয়ে নিতে হবে । অন্য পাত্রে চিনি,এক চা চামচ ঘি আর পানি দিয়ে সিরা বানিয়ে রাখতে হবে । এবার কাই দিয়ে একটু মোটা রুটির মত বেলে চাকু দিয়ে পছন্দ মত শেপে কেটে গরম তেলে মধ্যম আচে বাদামী করে ভেজে শিরায় ছেরে দিতে হবে।

No comments

Powered by Blogger.